Breaking News

তেতুল এর ভিতর বয়েছে ঔষধিগুন

আমাদের দেশে তেতুল নিয়ে রয়েছে অনেক বিরুপ মন্তব্য মূলত সবই কুসংস্কার তেতুল একটি পুস্টিগুন সমৃদ্য ফল তেতুল এর ইংরেজী নামঃ Tamarind           এবং বৈঞ্জানিকনাম Tamarindus inidca

পুস্টিগুনঃতেঁতুলে রয়েছে প্রচুর পরিমানে শর্করা,ক্যালশিয়াম,ফসফরাস,লোহ ্ও ম্যগনেসিয়াম।

ঔষধিগুনঃ তেঁতুল একটি জনপ্রিয় ভেষজ ফল।
                                      ১্পেটের বায়ু,হাত,পা জ্বালাপোড়ায় তেতুলের  সরবত খুবই উপকারি ।
      ২। তেঁতুলের কচি পাতা ঠান্ডা করে খেলে সর্দি ভালো হয়।তেঁতুলে টাইটারিক এসিড থাকে,যা মানুষের হজমে        সহায়তা করে।
৩।মাথাব্যাথা,এবং অ্যালকোহলের বিষাক্ততা নিরাময়ে ফলের শাঁশের শরবত ব্যবহ্রত হয়।এটা ব্যবহারে প্যারালাইসিস অঙ্গের অনুভূতি ফিরিয়ে আনে। গাছের ছালের চুর্ন ব্যবহারে দাতঁব্যথা,হাঁপানি,চোখ জ্বালাপোড়া নিরাময় হয়।
৪্।হঠাৎ ব্লাডপ্রেশার বেড়ে গেলে লবন ছাড়া তেতুলের সরবত ম্যাজিকের মত কাজ করে।

No comments